শর্তাবলী

৩১ ডিসেম্বর, ২০২২-এ সর্বশেষ আপডেট করা হয়েছে।

অ্যাপটি ব্যবহারের শর্তাবলীঃ

এখানে উল্লিখিত ব্যবহারের শর্তাবলী (পরবর্তীতে 'ব্যবহারের শর্তাবলী হিসাবে উল্লিখিত) আপনি (পরবর্তীতে 'ব্যবহারকারী' বা 'এজেন্ট' হিসাবে উল্লিখিত) এবং Caretutors -এর মধ্যে সম্পাদিত।

এই অ্যাপটি ব্যবহারের জন্য আপনাকে অবশ্যই এখানে উল্লিখিত 'ব্যবহারের শর্তাবলী'- মেনে চলতে সম্মতি প্রকাশ করতে হবে। Caretutors যেকোন সময় এই শর্তাবলী যেকোন উপায়ে সংশোধন, সংযোজন, বিয়োজন, পরিবর্ধন, পরিমার্জন ও পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।

এই অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আপনি এর ‘ব্যবহারের শর্তাবলী' - মেনে চলে সম্মতি প্রকাশ করে Caretutors -এর 'মার্চেন্ট' হিসাবে যুক্ত হচ্ছেন। আপনি যদি 'ব্যবহারের শর্তাবলী'-তে সম্মত না হন, সেক্ষেত্রে আপনি এই অ্যাপ এ প্রবেশ কিংবা এর মাধ্যমে আমাদের সাথে চুক্তিবদ্ধ হতে অপারগ হবেন। আপনি যদি চুক্তিবদ্ধ হবার পর ‘ব্যবহারের শর্তাবলী' এর সাথে অসঙ্গতিপূর্ণ উপায়ে অ্যাপটি ব্যবহার করেন, Caretutors -এই অ্যাপটিতে আপনার প্রবেশধিকার ব্লক করতে পারে অথবা আপনার অ্যাকাউন্টটি স্থগিত করতে পারে। অনুগ্রহ করে অ্যাপটি ব্যবহারের আগে সতর্কতার সাথে এর শর্তাবলী গুলো পড়ে নিন।

আপনার দায়িত্ব ও কর্তব্যঃ

এই অ্যাপটি ব্যবহারের ক্ষেত্রে আপনার একটি মার্চেন্ট অ্যাকাউন্ট থাকা লাগবে আর অ্যাকাউন্ট খুলতে ব্যবহার করতে হবে একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আমরা আপনার কাছ থেকে কিছু তথ্য সংগ্রহ করতে পারি। যেমনঃ পুরো নাম, মোবাইল নাম্বার, ইমেইল, শহর, থানা ইত্যাদি। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের পর এই অ্যাপটিতে পরবর্তীতে আপনার নাম্বার ও আপনার নিজের সেট করা পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। এই অ্যাপটিতে সংগঠিত সমস্ত কার্যক্রমের দায়ভার আপনার ও আপনি নিজে এই অ্যাপটির ব্যবহারকারী বলে গণ্য হবেন। আমাদের প্রদানকৃত নির্দেশনা ছাড়া আর অন্য কোন কিছুর জন্য এই অ্যাপটি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টলের মাধ্যমে আপনি আমাদের মার্চেন্ট হিসেবে কাজ করতে সম্মত হচ্ছেন বলে নিশ্চিত করা হচ্ছে। এই মার্চেন্ট অ্যাপ ব্যবহার করে যেকোন ব্যক্তি তাঁদের বন্ধু এবং পরিবার অথবা যেকোন জায়গায় আমাদের Caretutors এর সার্ভিস রেফার করে অর্থ উপার্জন করতে পারবেন নির্দিষ্ট কিছু শর্তাবলীর উপর। তাছাড়া কোন ব্যক্তির দোকান বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগত কাস্টমার/ ক্রেতা/ সেবা গ্রহণকারীদের আমাদের Caretutors এর সার্ভিসটি পরিচয় করিয়ে দিয়ে তাঁর যদি আমাদের সেবা (টিউটরের) প্রয়োজন হয় তাহলে আমাদের অ্যাপে লিড আপশনের মধ্যমে তাঁর নাম্বারটি আমাদের কাছে পাঠাতে হবে। এই অ্যাপের মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার দেয়া লিডের আপডেট পাবেন। যদি কোনো শিক্ষার্থী বা অভিভাবক আপনার রেফারেন্স থেকে কোনো টিউটর নিশ্চিত করে, এবং সেই টিউটর সফলভাবে প্ল্যাটফর্ম চার্জ পরিশোধ করেন, তাহলে সেই লিডটি সফল লিডে পরিণত হবে। লিডটি সফল হওয়ার পরে প্রদত্ত কমিশন আপনি পেয়ে যাবেন। নিরাপত্তার স্বার্থে তৃতীয় কোন পক্ষের নিকট লিডের তথ্য (শিক্ষার্থী/অভিভাবক) প্রকাশ করতে পারবেন না। আপনি যদি ব্যবহারের শর্তাবলী ভঙ্গ করে অ্যাপটি ব্যবহার করেন তাহলে Caretutors আপনার এই অ্যাপে প্রবেশাধিকার নিষিদ্ধ করা এবং অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করার অধিকার রাখে।

আপনার কাজের পরিধি ও কমিশনঃ

এই অ্যাপ ডাউনলোড এবং ইন্সটল করার পর অ্যাকাউন্ট রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি আমাদের মার্চেন্ট হিসেবে যুক্ত হচ্ছেন। Caretutors যেহেতু একটি অনলাইন টিউটর ও টিউশন খোঁজার মাধ্যম সেহেতু আপনি মার্চেন্ট হিসেবে এই প্ল্যাটফর্মের জন্য লিড (শিক্ষার্থী) খুঁজতে সহায়তা করবেন এবং এই অ্যাপের মাধ্যমে আপনি লিডটি আমাদের কাছে পোঁছে দিবেন। অ্যাপ ব্যবহারকারী যে কেউ আমাদের Caretutors সার্ভিসটি দুইটি ভিন্ন উপায়ে রেফার করতে পারেন। একটি হল ব্যবহারকারীর অ্যাকাউন্টে দেওয়া লিংকটি কপি করে যেকোনো জায়গায় শেয়ার করে এবং আরেকটি হল ব্যবহারকারীর অ্যাকাউন্টের "লিডস" অপশন থেকে নির্দিষ্ট অভিভাবক/ শিক্ষার্থীর নাম, মোবাইল নাম্বার, ঠিকানা এবং তিনি কোন বিষয়ের জন্য টিউটর খুঁজছেন সেটি নিজে অ্যাড করে। এরপর যদি কোনো শিক্ষার্থী বা অভিভাবক আপনার অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়া লিড থেকে কোনো টিউটর নিশ্চিত করে, এবং সেই টিউটর সফলভাবে প্ল্যাটফর্ম চার্জ পরিশোধ করেন, তাহলে সেই লিডটি সফল লিডে পরিণত হবে (লিড স্ট্যাটাস: কনফার্মড)। লিডটি সফল হওয়ার পরে, আপনি টিউটরের প্রদত্ত প্ল্যাটফর্ম চার্জ থেকে ১০% কমিশন পাবেন। আপনার প্রাপ্ত কমিশন অ্যাকাউন্টের "পেমেন্ট" অপশন থেকে "দেনা" -তে দেখতে পাবেন এবং পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে আপনার কমিশন আপনার দেয়া মোবাইল ব্যাংকিং নাম্বারে পেয়ে যাবেন।

উদাহরণ: যদি টিউশন জবের বেতন হয় ৫০০০ টাকা এবং টিউটর ৫৫% প্ল্যাটফর্ম চার্জ প্রদান করে তাহলে টিউটরের প্রদত্ত প্ল্যাটফর্ম চার্জ হবে ২৭৫০ টাকা। এখন এই ২৭৫০ টাকার ১০% পাবেন একজন মার্চেন্ট অর্থাৎ মার্চেন্টের প্রাপ্ত টাকার পরিমাণ হবে ২৭৫ টাকা।

যোগাযোগঃ

আপনি এই অ্যাপের মাধ্যমে নোটিফিকেশন গ্রহণ করতে সম্মত হয়েছেন। আপনার অ্যাকাউন্টে দেয়া ফোন নাম্বারে Caretutors আপনার সাথে যোগাযোগ করবে এবং ভবিষ্যতের যেকোন রেফারেন্সের জন্য এই কথোপকথন রেকর্ড হতে পারে। আপনার যে কোন কিছু জানার থাকলে সরাসরি আমাদের হেল্পলাইনে (০১৭৬৬২১৩৫৪৩) যোগাযোগ করতে পারেন।

গোপনীয়তা_নীতিঃ

আপনার দেয়া সকল তথ্য (ট্রেড লাইসেন্স, এনআইডি, আপনার মোবাইল নাম্বার, ইমেইল) তৃতীয় কোন পক্ষের কাছে প্রকাশ বা বিক্রয় করা হবে না এবং আমরা আপনাদের ব্যক্তিগত তথ্যাদি নিরাপদভাবে সংরক্ষনের জন্যে বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা প্রয়োগ করে থাকি। তাছাড়া আপনিও তৃতীয় কোন পক্ষের নিকট লিডের (শিক্ষার্থী/অভিভাবক) তথ্য প্রকাশ করতে পারবেন না।

এই অ্যাপটি ‘ব্যবহারের' শর্তাবলী’ এর সাথে সম্মতি জ্ঞাপন করার মাধ্যমে আপনি নিশ্চিত করেন যে,

  • অ্যাপটি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে শুধু সেই উদ্দেশ্যে ব্যবহার করবেন।
  • আপনার ডিভাইসে Caretutors কর্তৃক প্রদান করা অ্যাপটি সঠিকভাবে ডাউনলোড ও ইন্সটল করা হয়েছে কিনা তা যাচাই করার দায়িত্ব আপনার।
  • নিরাপত্তার স্বার্থে তৃতীয় কোন পক্ষের নিকট লিডের তথ্য (শিক্ষার্থী/অভিভাবক) প্রকাশ করবেন না।
  • যেহেতু আপনার দেয়া প্রতিটি তথ্যের রেকর্ড থাকবে সেহেতু ভুল ও কোন মিথ্যা তথ্যাদি দিয়ে Caretutors অথবা টিউটরকে বিভ্রান্ত করলে আপনার বিরুদ্ধে Caretutors কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

মেধাসত্ত্ব অধিকারঃ

এই অ্যাপে ব্যবহার করা সকল বিষয়বস্তু যেমন- Caretutors এর নাম, লোগো Caretutors এর মেধাসত্ত্ব সংরক্ষিত সম্পত্তি। এখানে উল্লিখিত "অ্যাপ" শব্দটি অ্যাপ এর সাথে সংশ্লিষ্ট সকল প্রক্রিয়া এবং ডিজাইন সম্পূর্ণভাবে অন্তর্ভুক্ত রয়েছে। এই অ্যাাপ ব্যবহারের শর্তাবলী কোন বিক্রয়ের চুক্তি সম্পাদন করে না এবং এই অ্যাপ ও অ্যাপ সংশ্লিষ্ট কোন কিছুর মালিকানা বা Caretutors এর মেধাসত্ত্ব অধিকার আপনাকে প্রদান করে না। তাছাড়া এই অ্যাপের অন্তর্ভুক্ত অন্যান্য বিষয়াদি যেমনঃ লেখা, গ্রাফিক্স, বাটন আইকন, ইউএক্স ডিজাইন, কোড এবং স্বয়ং সফটওয়্যার Caretutors এর নিজস্ব সম্পত্তি এবং কপিরাইট আইন দ্বারা সংরক্ষিত।

সীমাবদ্ধতাঃ

আপনার ব্যবহৃত ডিভাইস অথবা ইন্টারনেট সেবার কারণে এই অ্যাপের কোন কার্যক্রম ব্যহত হলে Caretutors কোনভাবেই এর জন্য দায়ী থাকবে না। এই অ্যাপটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে Caretutors কর্তৃপক্ষ সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তথাপি প্রযুক্তির স্বাভাবিক ঝুঁকির বিষয়টি মাথায় রেখে আপনি এই অ্যাপটি ব্যবহারের সম্মতি প্রদান করছেন।

"আমি ব্যবহারের শর্তাবলী এবং নিয়মাবলীতে সম্মতি প্রকাশ করছি" এ ক্লিক করা মানে আমাদের সকল শর্ত বুঝে পড়ে এবং সজ্ঞানে আপনি আমাদের 'মার্চেন্ট' হিসাবে কাজ করতে সম্মতি জ্ঞাপন করছেন।